বিডি ফাইন্যান্সের ১০ টাকার শেয়ারে লোকসান ৪১ টাকা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০৪-১৯ ৮:১৩:৪৫ অপরাহ্ন

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্সের বোর্ড ২০২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তবে ১০ টাকা শেয়ারে ৪১ টাকা লোকসান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৬০ পয়সা । ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায়মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে সকাল ১১ টায় ও রেকর্ড ডেট আগামী ৮ মে নির্ধারন করা হয়েছে।