দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিচ হ্যাচারির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নূরানি ডাইং।

দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: সিঅ্যান্ডএ টেক্সটাইল, এস আলম স্টিলস, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, বিডি ফাইন্যান্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস এবং মেট্রো স্পিনিং।