দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবরসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৯ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, সোনালি আঁশ, মিথুন নিটিং এবং এপেক্স ফুটওয়্যার। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো। এদিন কোম্পানিটির ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিচ হ্যাচারি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালি আঁশ। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে: মিথুন নিটিং ৬৪ লাখ এবং এপেক্স ফুটওয়্যার ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।