দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবরসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৮৮ বারে ১৪ লাখ ৭৫ হাজার ৯২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৩৭৬ বারে ৭৭ লাখ ৬৫ হাজার ২৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৯৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১৬৫ বারে ৮২ হাজার ২৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এস আলম কোল্ড রোলের ৮.৮০ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৮৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৭.৫৯ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৭.৪৪ শতাংশ, সাইফ পাওয়ারের ৭.৩৭ শতাংশ ও মেঘনা পেটের ৭.১১ শতাংশ দর কমেছে।