দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তবে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে মুনাফায় ভাটা পড়েছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৪৫ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৯৯ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৭৬ টাকা ১৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ১৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩২ টাকা ৫১ পয়সা।