সপ্তাহজুড়ে ডিএসই’র দর বৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৪.৪০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২.৪০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১০.০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১৩.১৮ শতাংশ, ডরিন পাওয়ারের ১১.২৬ শতাংশ, অলটেক্স ইন্ডাষ্ট্রিজের ৮.০৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৬.৮২ শতাংশ, ফাইন ফুডের ৬.৭৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৪৭ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.১৪ শতাংশ।