ডিএসইতে দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯২ বারে ১ লাখ ১০ হাজার ৪৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহাজীবাজার পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৩০ বারে ৩২ লাখ ৩৯ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪৮ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০০ বারে ৫ লাখ ৭০ হাজার ৬৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৬৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৬.৬১ শতাংশ, এনার্জি পাওয়ারের ৬.৪২ শতাংশ, বীচ হ্যাচারির ৬.৪২ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির ৬.০২ শতাংশ দর কমেছে।