মনির হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: আলাদিনের চেরাগের মতো পুঁজিবাজারের মাধ্যমেও রাতারাতি বড় লোক হওয়া যায়, সেই কল্পিত কথাই যেন সত্যি করে দেয়ার ব্রত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদু্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। মুলত কৃত্রিম সংকট সৃষ্টি করে পুঁজিবাজারে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার নিয়ে কারসাজি হয়েছিল। এমনকি কোন কিছু না জেনেই কৃত্রিম ক্রেতার ফাঁদে পড়ে ঝাঁপিয়ে পড়ছে সহজ সরল বিনিয়োগকারীরা। মাত্র ১৬ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১ হাজার ২৪৬ টাকা বা ৯৩ শতাংশের বেশি!

মুলত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও শেয়ার লেনদেনের মধ্যে কারসাজির ছায়া দেখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসারকে (সিআরও) নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানিটির শেয়ার লেনদেনের মাধ্যমে যাতে সিকিউরিটিজ আইনের লঙ্ঘন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স অফিসার অথবা সিইওকে অবহিত করতে সিআরওকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত রোববার বিএসইসির সার্ভেল্যান্স বিভাগ থেকে চিঠি ইস্যু করে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ৩০ কর্মদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান। কোম্পানিটিতে রাষ্ট্রের মালিকানা ৫১ শতাংশ।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ১ হাজার ৩৩৭ টাকা ৬০ পয়সা। সেটি বাড়তে বাড়তে ১৫ এপ্রিল ঠেকেছে ২ হাজার ৫৮৪ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ, মাত্র ১৬ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ হাজার ২৪৬ টাকা ৯০ পয়সা বা ৯৩ দশমিক ২১ শতাংশ। তবে এরপরে দর কিছুটা কমে গত রোববার ২ হাজার ২৯০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ১ শত ৯৫ টাকা।

অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল কেবল ৩ হাজার ৪২ টি। এরপর ক্রমাগত বাড়তে থাকে। গত ২৪ মার্চ সেটি ৫৩ হাজার ৪৩৮ টিতে দাঁড়ায়। শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দরবৃদ্ধির বিষয়টি স্বাভাবিক মনে হয়নি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের। বিষয়টি জানতে চেয়ে ২৪ মার্চ কোম্পানির কাছে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। পরের দিন কোম্পানি কর্তৃপক্ষ জবাবে জানায়, তাদের কাছে অপ্রকাশিত এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যার কারণে শেয়ারদর বাড়তে পারে। তবে নিয়ন্ত্রক সংস্থার কাছে এই জবাব সন্তোষজনক মনে হয়নি। যার কারণেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা বলেন, কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চলছে। বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে। ডিএসইর সিআরওকে দেওয়া বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ারমূল্য ও লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য এবং অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা সন্দেহজনক।