দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৮ শতাংশ। ডিএসইর সপ্তাহজুড়ে বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে বারাকা পতেঙ্গার শেয়ারদর বেড়েছে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ৪১ শতাংশ। আর শেয়ারদর ২৮ দশমিক ৩৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো: আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, এসইএমল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাংক এশিয়া পিএলসি।