দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৩৭১ বারে ৪ লাখ ৩৯ হাজার ১৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৮৫ বারে ৭ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। ফান্ডটি ১৩২ বারে ১৪ লাখ ৩৭ হাজার ৬০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এস্কয়ার নিটের ৫.২৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬৫ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৪০ শতাংশ, এসইএমএল গ্রোথ ফান্ডের ৩.৩৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.১৯ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৩.০৩ শতাংশ দর কমেছে