দেশ প্রতিক্ষণ, ঢাকা: প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ক্রেডিট অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আল-আমীন। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি ও সিআরএম প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আল-আমীন ২০২৩ সালের ২১ জুন প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। তারপর থেকে তিনি ঋণঝুঁকি ব্যবস্থাপনায় গভীর দক্ষতা প্রদর্শন করে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আল-আমীন ২০০২ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন এবং ঋণঝুঁকি ব্যবস্থাপনায় নেতৃস্থানীয় ভূমিকায় ২৩ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনজুড়ে, তিনি অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।