দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩.৭০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭.১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯১.৭০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: লাভেলো আইসক্রীমের ১৪.৬৬ শতাংশ, স্টাইলক্রাপ্টের ১৩.৮৬ শতাংশ, বিচ হ্যাচারির ১০.৩৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০.৩০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১০.২৬ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ১০.২৪ শতাংশ এবং অ্যাপেক্স ফুডের ৯.৮৫ শতাংশ।