প্রেস বিজ্ঞপ্তি, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সাভিসেস লিঃ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এ সাধারণ সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারগন ও পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দসহ কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন কোর্ট-নিযুক্ত কোম্পানীর চেয়ারম্যান জনাব হাসান শহিদ ফেরদৌস। তিনি পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিঃ এর ধারাবাহিক সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা কোম্পানীর বর্তমান কার্যক্রম ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ অগ্রগতির প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।