দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫৩৯.৬০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৫০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা লাভেলোর শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০৫.৪০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: রহিমা ফুডের ৭.৯৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৬ শতাংশ, সমতা লেদারের ৫.২৩ শতাংশ, সোনারগাঁ ৫.০৭ শতাংশ, দুলামিয়া কটনের ৪.৮৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪.১৮ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৪.১৮ শতাংশ দর কমেছে।