দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৬ বারে ৬ লাখ ৯৫ হাজার ৬০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২৫ বারে ৫৪ লাখ ৮৩ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৭ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৫৪৮ বারে ৫৪ হাজার ৭৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৯৮ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ, কে এন্ড কিউয়ের৫.২৯ শতাংশ, কাসেম ইন্ড্রাস্টিজের ৩.৯৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৬৩ শতাংশ ও সিএপিএম বিডিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের ২.৫৪ শতাংশ দর বেড়েছে।

