দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ৬৬৩ বারে ৩৮ হাজার ৩৫৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ।
কোম্পানিটি ২ হাজার ৪২ বারে ২০ লাখ ১৫ হাজার ৫৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৫লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১৩ বারে ৭ লাখ ৪৯ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ফার্স্ট জনতা ফান্ডের ৪.০০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৩.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ৩.৫০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩.২৮ শতাংশ, বিডিকমের ৩.০৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৭৭ শতাংশ ও শাশা ডেনিমসের ২.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

