দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৬ বারে ১২ লাখ ২২ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
কোম্পানিটি ৩১ বারে ১ লাখ ৪১ হাজার ২৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা। তালিকার ৩য় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ৩ লাখ ২৮ হাজার ১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ফারইস্ট ফাইন্যান্সের ৯.৮০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.৮০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, বিআইএফসির ৭.১৪ শতাংশ ও জিএসপি ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।

