দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিরামিকস খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭৩ বারে ২৪ লাখ ২ হাজার ৫৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৯৬ বারে ২৪ লাখ ৩৮ হাজার ৮২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল ২য় ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ। ফান্ডটি ৪২ বারে ১ লাখ ৭ হাজার ২৪২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: এমবিএল ফার্স্ট ফান্ডের ৫.৭১ শতাংশ, আইসিবি এমপ্লয়ীজ ফার্স্ট ফান্ডের ২.৯৪ শতাংশ, সিভিও পেট্রোর ২.৭২ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট ফান্ডের ২.৫০ শতাংশ, ডমিনেজ স্টিলের ২.৪৬ শতাংশ, সিলভা ফার্মার ২.১৭ শতাংশ ও সিকদার ইন্স্যুরেন্সের ২.০৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।