দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের  কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ পয়সা। এর বিপরীতে গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ পয়সা লোকসান হয়েছিল।

এ ছাড়া হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ছয় মাসে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) ডেল্টা স্পিনার্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১২ পয়সা লোকসান ছিল।

প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো পার শেয়ার) হয়েছে ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১ পয়সা। অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১৪ পয়সা।