ডিভিডেন্ড অনুমোদন আল-আরাফা ইসলামি ব্যাংকের
দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ২২তম বার্ষিক সাধারন সভা রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ৬ মে ২০১৭ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালে সমাপ্ত বছরের জন্য ২০% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু) সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, পরিচালক বদিউর রহমান, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশদি খাঁন, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লাহ, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, আলহাজ্জ আহামেদুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দীন আহমেদ, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্জ মোহাম্মদ এমাদুর রহমান, ডা. শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্জ সেলিম রহমান, খালিদ রহীম, আমির উদ্দিন পিপিএম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ এ জেড এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, কোম্পানি সচিব, নির্বাহী, কর্মকর্তাবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০১৬ সালে আমানতের ক্ষেত্রে ১৮%, বিনিয়োগের ক্ষেত্রে ২১%, আমদানির ক্ষেত্রে ১১% এবং রপ্তানির ক্ষেত্রে ১১% প্রবৃদ্ধি অর্জন করেছে। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরে ব্যাংকের মোট নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১,৯৬১.০৮ কোটি টাকা, শেয়ার প্রতি এনএভি ১৯.৭২ টাকা। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০১৫ সালের ২.২৫ টাকা থেকে বেড়ে ২০১৬ সালে ৩.০৭ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারন সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০১৬ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডারগন উপস্থাপিত এজেন্ডাসমুহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিষয়াবলী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ক্রমোন্নয়নে ও ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।
ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু) প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সভার সফল সমাপ্তির জন্যে শেয়ারহোল্ডারগনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন।