Indo-banglaদেশ প্রতিক্ষণ, ঢাকা: ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামি ৮ এপ্রিল আবেদন শুরু হবে। যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৩তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার শুধুমাত্র অভিহিত মূল্য ১০ টাকা করে ২ কোটি শেয়ার ইস্যু করা হবে। আর উত্তোলিত অর্থ দিয়ে অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যবহার করা হবে।