block marketদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লকে অংশ নেয়া কোম্পানির মোট ২০ লাখ ৭৯ হাজার ৩৩৩টি শেয়ার ১৭ বার হাত বদল হয়েছে। যার মোট দর দাঁড়ায় ৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের। আজ কোম্পানিটির ৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৮২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের।

এছাড়া ব্র্যাক ব্যাংকে ৮১ লাখ ৩৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৭ লাখ ৭২ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫২ লাখ ৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২০ লাখ ৮৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১২ লাখ ৫৫ হাজার টাকার, অলিম্পিক এক্সেসরিজের ১০ লাখ ৮৮ হাজার টাকার এবং ইফাদ অটোসের ৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।