ডিএসইতে অবশেষে চাকরি বিধিমালা হচ্ছে!
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০১৯-০১-২৪ ১:৫১:৫০ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: নানা জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের বেতন নৈরাজ্য’ ঠেকাতে চাকরির বিধিমালা তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিএসইসির উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছে বিএসইসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএসইতে কারও বেতন এক লাফে বেড়েছে ৮০ শতাংশের ওপরে। আবার কেউ কেউ আট বছরেও পদোন্নতি পাননি। কেউ আবার নিজের চুক্তিভিত্তিক চাকরি স্থায়ী করে নিয়েছেন। বেতন বৈষম্যের কারণে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।
বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান দৈনিক দেশ প্রতিক্ষণকে বলেন, ‘চাকরির বিধিমালা তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।