করোনা আক্রান্ত একজনের মাধ্যমে সংক্রমিত হয় ৪০৬ জন!
দেশ প্রতিক্ষণ, ঢাকা: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্বই একমাত্র পন্থা। কেননা, কোন রকম সামাজিক দূরত্ব না থাকলে মাত্র একজন করোনা আক্রান্ত রোগী থেকে এক মাসে সংক্রমণ হতে পারে ৪০৬ জনের। আর সামাজিক দূরত্ব মেনে চললে সেটাই নেমে আসতে পারে মাত্র ২.৫-এ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল প্রতিদিনের মতো মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি জানান। সাম্প্রতিক একটি সমীক্ষার সূত্র দিয়ে তিনি বলেন, ‘‘নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
লব আগরওয়াল জানান, গবেষকরা দেখেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি আইসোলেশন বা কোয়ারেন্টিনে না থাকলে ওই ব্যক্তি মাত্র এক মাসের মধ্যেই ৪০৬ জনকে সংক্রামিত করতে পারেন। তবে কোয়ারেন্টিন বা আইসোলেশনে থাকলে এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে তার থেকে সংক্রমণের হার মাত্র ২.৫। অর্থাৎ ওই ব্যক্তির মাত্র আড়াই জনের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।
এনডিটিভির সর্বশেষ তথ্যে জানা যায়, ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ১২৪ জন। সূত্র:এনডিটিভি