দেশ প্রতিক্ষণ, ঢাকা: আগের সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দরে মন্দাভাব থাকলেও বিদায়ী সপ্তাহে চাঙ্গাভাব ফিরে এসেছে। আলোচ্য সপ্তাহে তালিকাভুক্ত ১২টির কোম্পানির মধ্যে ১০টির দরই উত্থানে রয়েছে। একটির দর কমেছে এবং একটির দর ফ্লোর প্রাইসে অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ইউনিলিভার কনজিউমার কেয়ার ২৭.৬০ শতাংশ দর বৃদ্ধি নিয়ে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে। এছাড়া, লাফার্জহোলসিমের দর বেড়েছে ৯.৩০ শতাংশ, রেকিট বেনিকিজারের ৩.৪০ শতাংশ, বিএটিবিসির ২.৭০ শতাংশ, সিঙ্গার বিডির ২.১০ শতাংশ, লিন্ডে বিডির ২ শতাংশ, ম্যারিকোর ১.৫০ শতাংশ, আরএকে সিরামিকের ০.৮০ শতাংশ এবং গ্রামীণফোনের ০.১০ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে, হাইডেলবার্গ সিমেন্ট ১.২০ শতাংশ দর হারিয়ে ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। এছাড়া, বাটা’র শেয়ার দর আগের মতো ফ্লোর প্রাইসে অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে আরএকে সিরামিক ফ্লোর প্রাইসের গন্ডি অতিক্রম করেছে।