দেশ প্রতিক্ষণ, ঢাকা: প্রতি মাসে একবার স্তন স্ক্রিনিং করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারন্যান্স ফোরামের স্তন ক্যানসার বিশেষজ্ঞ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, ‘নিঃসন্তান নারী ও ৩০ বছরের পরে সন্তান নেওয়া নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি। এ ছাড়া চর্বি ও প্রাণিজ খাবার বেশি খাওয়া, অতিরিক্ত ওজন এ মরণব্যাধির কারণ।’

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত ‘স্তন ক্যানসার সচেতনতা দিবস উদযাপনের ১০ বছর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘দেশের ৮০ শতাংশ নারী স্তন ক্যানসার সম্পর্কে জানেন না। যে ২০ শতাংশ জানেন, তারাও নিয়মিত চেকআপ করান না। অনেক নারী স্ক্রিনিং না করার কারণে যথাসময়ে এ রোগ শনাক্ত হয় না। ফলে মৃত্যু অবধারিত হয়ে পড়ে।’

গবেষক ড. হালিদা হানুম আখতার বলেন, ‘প্রতি ৫ হাজারে ১ জন নারী ব্রেস্ট ক্যানসারে ভোগেন। ৬০ শতাংশ নারী জরায়ু ক্যানসার সম্পর্কে জানেন, ২৪ শতাংশ স্তন ক্যানসার সম্পর্কে জানেন। এ ছাড়া ডায়াগনসিস ও স্ক্রিনিং সম্পর্কে খুব অল্প নারীই জানেন।’