সিঙ্গার বিডির মুনাফায় চমক থাকলেও ক্যাশ ফ্লো নেগেটিভ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় উস্ফল্লন দেখা গেলেও কোম্পানিটির ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২ টাকা ৫৮ পয়সা নেগেটিভ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১ টাকা ৪০ পয়সা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা।
গত বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২ টাকা ৫৮ পয়সা নেগেটিভ।