দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ্’র ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকের উদ্যোক্তা মীর আহম্মেদ তার হাতে থাকা ৫২ লাখ ১৭ হাজার ৫৯৪টি শেয়ার ছেলে আবদুস সালামকে (ব্যাংক পরিচালক) উপহার হিসেবে হস্তান্তর করেছেন। বাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে তিনি শেয়ার হস্তান্তর করেন। এর আগে, গত ১ অক্টোবর মীর আহম্মেদ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।