ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৯৫৭ বারে ১০ লাখ ৮৭ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৬০৭ বারে ৬৩ লাখ ৩৮ হাজার ৫৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বীচ হ্যাচারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২৯ বারে ১২ লাখ ৪৭ হাজার ৮৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৭ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইনটেকের ৪.৪০ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.২৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৯৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৯৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ২.৮৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২.৫১ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ২.৩৮ শতাংশ বেড়েছে।