দেশ প্রতিক্ষণ, ঢাকা:  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানির মোট ১৩৭ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ৩৬ কোটি ৭৪ লাখ, দ্বিতীয় স্থানে সি পার্ল রিসোর্টের ২৫ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার এবং তৃতীয় স্থানে ন্যাশনাল ব্যাংকের ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ৭০ লাখ, ট্রাস্ট ব্যাংকের ১৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার, সোনালী পেপারের ৫ কোটি ২৬ লাখ ১৬ হাজার, সোনালী পেপারের ৬৩ কোটি ৫৯ লাখ,

কপারটেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার, বেক্সিমকোর ২ কোটি ১৬ লাখ ৫৯ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের ১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

https://youtu.be/mTSAKMjd824