ডিএসই’র সূচকের বড় উত্থানে বাঁধা ছিল ৬ কোম্পানি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান ডিএসইএক্স বেড়েছে প্রায় ১৮ পয়েন্ট। এমন উত্থানের দিনে সূচক ডুবাতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই ও লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: বিকন ফার্মা, খান ব্রাদার্স, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড। আজ কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে সূচক কমেছে প্রায় ১৪ পয়েন্ট। আজ ডিএসইর সূচক ডুবাতে চাওয়া কোম্পানির তালিকায় প্রথম স্থানে ছিল বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৭ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৫.২০ পয়েন্ট।
এদিন সূচক ডুবানোর চেষ্টায় দ্বিতীয় তালিকায় ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ১৩ টাকা ৬০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৪.৪১ পয়েন্ট। একইভাবে আজ সূচক ডুবাতে চেয়েছে বেক্সিমকো ফার্মা ১.৭৭ পয়েন্ট, ফরচুন সুজ ০.৭৮ পয়েন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ০.৭৭ পয়েন্ট এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড ০.৭৫ পয়েন্ট।