লাফার্জহোলসিমের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা। গত বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিলো ৩ টাকা ৮৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ৫ টাকা ৭৬ পয়সা ছিল। আগামী ১৪ মে বিকেল ৩ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।