ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে শীর্ষ ১০ কোম্পানি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। সূচকের এমন উত্থানের নেপথ্য ছিলো ১০ কোম্পানির শেয়ার।
কোম্পানিগুলো হলো: রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, কোহিনূর কেমিক্যাল, লাফার্জহোলসিম, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স।
আলোচ্য ১০ কোম্পানির শেয়ারের দর বাড়ার কারণে আজ ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৩০ পয়েন্ট। আজ ডিএসইসর সূচক উত্থানের মূখ্য ভুমিকায় ছিল রবি আজিয়াটা। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ২ টাকা ১০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ৫.১৩ পয়েন্ট।
সূচক উত্থানের দ্বিতীয় ভুমিকায় ছিল স্কয়ার ফার্মা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ৪.০৩ পয়েন্ট। সুচক বাড়ার ভূমিকায় থাকা তৃতীয় কোম্পানি ওরিয়ন ফার্মা ডিএসর সূচকে যোগ করেছে ৩.৭৬ পয়েন্টে।
এছাড়া, আজ শেয়ার দাম বৃদ্ধির মাধ্যমে ডিএসইর সূচকে যোগ করেছে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ২.৭৯ পয়েন্ট, কোহিনূর কেমিক্যাল ২.১৫ পয়েন্ট, লাফার্জহোলসিম ২.১৪ পয়েন্ট, সিটি ব্যাংক ১.৯৯ পয়েন্ট, মার্কেন্টাইল ব্যাংক ১.৭০ পয়েন্ট ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স ১.৬৫ পয়েন্ট।