ডিএসইতে লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০২৪-০৫-১৫ ৫:১৭:০৬ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ১৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ই-জেনারেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকার।
১৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: নাভানা ফার্মা, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং, কহিনুর কেমিক্যালস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সী পার্ল হোটেল।