যার বাবা থাকে না, তার কেউ থাকে না: আজিমের মেয়ে ডরিন
দেশ প্রতিক্ষণ, কালীগঞ্জ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবা হত্যার বিচার দাবি করেছেন। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবার হত্যাকারীদের বিচার নিজ চোখে দেখে যাওয়ার দাবি করেন তিনি। তিনি বলেন, যার বাবা থাকে না তার কেউ থাকে না। বাবা হত্যার বিচার স্বচক্ষে দেখে যেতে চাই। যারা মেরেছে প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই।
ডরিন বলেন, আমার বাবাকে পাঁচজন হত্যা করেছে; যার মধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এমনটা শুনেছি। তবে কাউকে আমি চিনি না। আমি ডিবির হারুন আঙ্কেলকে বলেছি, যেন আমার বাবার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এমপি আজিমের মেয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর মেয়ের মতো এবং প্রধানমন্ত্রী আমার মায়ের মতো। প্রতিটি সন্তান জানে, বাবা হারানো কতটা কষ্টের। যার বাবা থাকে না, তার কেউ থাকে না, সে এতিম হয়ে যায়। বাবার সঙ্গে সর্বশেষ কী কথা হয়েছে তা জানিয়ে মেয়েটি বলেন, আমি ইন্ডিয়াতে যাচ্ছি, কয়েকদিনের মধ্যে ফিরে আসবো। জানা গেছে, মুমতারিন ফেরদৌস ডরিন ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে তৃতীয় বর্ষে পড়ছেন।