১০ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের বড় পতন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর সূচকের দরপতনের নেপথ্যে ছিলো শীর্ষ ১০ কোম্পানির শেয়ার।
কোম্পানিগুলো হলো: লাফার্জ হোলসিম, বেক্সিমকো ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা ও ন্যাশনাল ব্যাংক।
আলোচ্য কোম্পানিগুলোর শেয়ার দর পতনের কারণে আজ ডিএসইর সূচক কমেছে ১৮ পয়েন্টের বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সূচক কমিয়েছে লাফার্জ হোলসিম, বেক্সিমকো ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ও বিকন ফার্মা।
কোম্পানি ৪টি আজ ডিএসইর সূচক খেয়ে ফেলেছে প্রায় ১০ পয়েন্ট। বাকি ৬টি কোম্পানি ইস্টার্ন ব্যাংক, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা ও ন্যাশনাল ব্যাংক ডিএসই সূচক কমিয়েছে ৮ পয়েন্ট।