বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত অফিসে করেননি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছিলেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। যিনি পুঁজিবাজারে স্বৈরাচার হয়ে উঠেছিলেন। কোন নিয়ম কানুন তোয়াক্কা করতেন না তিনি। তবে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে তারও ক্ষমতার পতন হয়েছে। দেশে থাকলেও মঙ্গলবার অফিস করেননি শিবলী রুবাইয়াত।
বিএসইসির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, অধ্যাপক শিবলী রুবাইয়াত গত রোববার রাতে দেশে ফেরেন। তবে তিনি আজকে অফিসে আসেননি। এছাড়া বুধবার কমিশন সভা পূর্বনির্ধারিত থাকলেও তা স্থগিত করা হয়েছে। এই শিবলী পুঁজিবাজারের এমন কোন অনিয়ম নেই, যা তিনি করেননি। আইনকে তোয়াক্কা না করে যা খুশি তাই করেছেন। যাকে ভালো লাগেনি, তাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন। যাকে ভালো লেগেছে, তাকে অন্যায় সত্ত্বেও শাস্তি দেননি।
এছাড়া পুঁজিবাজার থেকে কারসাজির মাধ্যমে অর্থ উপায়ে সব ধরনের অবৈধ কাজ করেছেন অধ্যাপক শিবলী। এছাড়া অন্যায় করতে সহযোগিতা করেছেন। এই শিবলী শেয়ারবাজারে আইপিও অনুমোদন দিয়ে, সেকেন্ডারি মার্কেটে অন্যদের কারসাজি করার সুযোগ দিয়ে, দূর্বল কোম্পানিকে মূল মার্কেটে এনে, আইপিও কোটার কোম্পানির কর্তকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ১৫ শতাংশ শেয়ার নিজেদের নিয়ে,
অন্যায়কারীকে শাস্তি না দিয়েসহ বিভিন্নভাবে টাকা আয় করেছেন। পুঁজিবাজারের এমন একজন স্বৈরাচার এখন আড়ালে। যিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। পরিস্থিতি অনূকূলে আসলে কর্মক্ষেত্রে নিয়মিত হয়ে আবারও বিনিয়োগকারীদের অবশিষ্ট অর্থকে শেষ করে দেওয়ার অপেক্ষায়।