ডিএসইতে ৭ কোম্পানির শেয়ারে সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থান হলেও লেনদেন শেষ হয়েছে। এদিন ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে ভর করে সূচকের বড় উত্থান হয়েছে। তবে ডিএসই’র সূচকের উত্থানের পেছনে সব্বোর্চ অবদান ছিল ৭ কোম্পানির শেয়ার। মুলত আজ ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৮৫ পয়েন্ট। আর এই ৭ কোম্পানির সূচকে বৃদ্ধিতে অবদান রেখেছে প্রায় ৮৫ পয়েন্ট। কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, রেনেটা, ইউসিবি ও পূবালী ব্যাংক।
কোম্পানিগুলোর শেয়ারদর বাড়তে থাকায় ডিএসইর সূচকও এগুতে থাকে। যা দিনশেষে পতনের বাজার বড় উত্থানের পথে অগ্রসর হয়। এদিন দ্বিগুণ পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমার পরও ডিএসইর সূচকে বড় উত্থান দেখা যায়।
ডিএসই ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে আজ বাজার ঘুরাতে সবচেয়ে বড় অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর বাড়াতে আজ ডিএসইর সূচক বেড়েছে ২০ পয়েন্টের বেশি।
এরপর স্কয়ার ফার্মা সূচকে অবদান রেখেছে ১৯ পয়েন্ট, গ্রামীণফোন পৌনে ১৫ পয়েন্ট এবং বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো প্রায় ১৩ পয়েন্ট। এছাড়া, এদিন বাজার উত্থানে ফেরাতে সূচকে অবদান রেখেছে রেনেটা প্রায় ৫ পয়েন্ট, ইউসিবি সাড়ে ৪ পয়েন্ট ও পূবালী ব্যাংক প্রায় সাড়ে ৪ পয়েন্ট।