দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৪ দশমিক ৫২ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৫.৩০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৬৫.২০ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ০৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩০৮.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.০২ শতাংশ, খান ব্রাদার্সের ১৩.৮৬ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৩.৮২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৩.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৩.৬৩ শতাংশ এবং সোনালী পেপারের ১৩.৫৬ শতাংশ শেয়ার দর কমেছে।