দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের কিছুটা উত্থান হলেও আজ দরপতনের কারণ কী এ প্রশ্ন বিনিয়োগকারীদের। মুলত কয়েকটি ব্রোকারেজ হাউজের সেল প্রেসারের চাপে উত্থানের বাজার পতন দেখা গেছে। ফলে তিন কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মসনে করেন। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে: ইসলামী ব্যাংক, গ্রামীণফোন ও বৃটিশ আমেরিকান ট্যোবাকো। এছাড়াও আইএফআইসি, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংকও দরপতনে ভূমিকা রেখেছে।

বাজার পতনে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে ইসলামী ব্যাংকের। এই ব্যাংকের মাধ্যমে ৭.৫২ পয়েন্ট কমেছে। ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয় ৪৩ টাকা ৯০ পয়সায়। আর আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪২ টাকা ৫০ পয়সা। ইসলামী ব্যাংকের আজ ১৭ লাখ ৯ হাজার ৫২১টি শেয়ার হাত বদল হয়েছে। বাজার পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রয়েছে গ্রামীণফোনের। এই কোম্পানির মাধ্যমে ৪.০৪ পয়েন্ট পতন হয়েছে। কোম্পানিটির আজ শেয়ার লেনদেন শুরু হয় ১৫১ টাতা ৫০ পয়সায়। আর শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ১৪৮ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির ১ লাখ ৭৭ হাজার ৮৮০টি শেয়ার হাত বদলের মাধ্যমে ২ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

বৃটিশ আমেরিকান ট্যোবাকোর মাধ্যমে ৩.৫০ পয়েন্ট কমেছে। এই কোম্পানির শেয়ার লেনদেন আজ শুরু হয় ৪০৮ টাকায়। আর লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪০৪ টাকা ১০ পয়সা। কোম্পানিটির ১ লাখ ৮৮ হাজার ৭৯৯টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৭ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে। এছাড়াও আইএফআইসি ব্যাংকের ২.৩১ পয়েন্ট, স্কয়ার ফার্মার ২.২০ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের ২.০৩ পয়েন্ট ও সিটি ব্যাংকের মাধ্যমে ২ পয়েন্ট কমেছে।