ডিএসইর ১০ কোম্পানির শেয়ারে ভর করে সূচকের উত্থান
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে রয়েছে শীর্ষ ১০ কোম্পানি। মুলত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৭০ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে ১০ কোম্পানিরই বেড়েছে ২৪.৫৪ পয়েন্ট বা ৫০.৩৯ শতাংশ। অর্থাৎ ডিএসইর সূচকের উত্থানে অর্ধেক ভূমিকাই ১০ কোম্পানির। কোম্পানিগুলো হলোঃ বৃটিশ আমেরিকান ট্যোবাকো, আইএফআইসি ব্যাংক, অলিম্পিক, প্রাইম ব্যাংক, লাফার্জ হোলসিম, খান ব্রাদার্স, কনফিডেন্স সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, বিএসআরএম লিমিটেড এবং ফরচুন সুজ।
কোম্পানিগুলোর মধ্যে: বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৬২ পয়েন্ট, আইএফআইসির ৩.০৮ পয়েন্ট, অলিম্পিক ৩ পয়েন্ট, প্রাইম ব্যাংক ২.৮৫ পয়েন্ট এবং লাফার্জ হোলসিমের ২.৮৪ পয়েন্ট বেড়েছে। এছাড়াও খান ব্রাদার্স ২.৭৫ পয়েন্ট, কনফিডেন্স সিমেন্টের ১.৭৪ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশনের ১.৫০ পয়েন্ট, বিএসআরএম লিমিটেডের ১.৩৫ পয়েন্ট এবং ফরচুন সুজের ১.৩১ পয়েন্ট বেড়েছে।