দেশ প্রতিক্ষণ, ঢাকা: টানা পতনে বিপর্যস্ত দেশের পুঁজিবাজার। ফলে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে দরপতন পুঁজিবাজারে সূচকের উত্থানের সব্বোর্চ চেষ্টায় ছিলো ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো: বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট এবং প্রাইম ব্যাংক।

বিকন ফার্মা: মুলত ডিএসইর সূচকের উত্থান ধারায় ফিরাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিকন ফার্মা। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৩ টাকা ৯০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১২৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক বেড়েছে ৬.৬৭ পয়েন্ট। অর্থাৎ বাজারকে ইতিবাচক প্রবণতায় ফেরাতে কোম্পানিটির অবদান সবচেয়ে বেশি।

পাওয়ার গ্রিড: এই কোম্পানিটিও বাজারকে ইতিবাচক প্রবণতায় ফেরাতে যথেষ্ট ভূমিকা রেখেছে। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৪০ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর হয় ৪১ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.৯৩ পয়েন্ট বেড়েছে।

স্কয়ার ফার্মা: এই কোম্পানিটির বাজারকে উত্থানে ফেরাতে চেষ্টা করেছে। কোম্পানিটির মাধ্যমে সূচক ১.৪৬ পয়েন্ট বেড়েছে। আগের দিন কোম্পানিটির শেযারের ক্লোজিং দর ছিল ২২৯ টাকা ১০ পয়সায়।

আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ২২৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ৬০ পয়সা বাড়ে। বাজারকে উথ্থানে ফেরাতে অন্য যেসব কোম্পানি চেষ্টা করেছে সেগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের ১.৩৫ পয়েন্ট এবং প্রাইম ব্যাংকের সূচক ১.১৪ পয়েন্ট বেড়েছে।