ইস্টার্ন হাউজিংয়ের মুনাফা ও লভ্যাংশে ভাটা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-০৯-১০ ৪:৫৫:৪৭ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানিটি গত বছরের তুলনায় মুনাফা ও লভ্যাংশে ধস নেমেছে। কোম্পানিটি গত অর্থবছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেও এ বছর লভ্যাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭৩ পয়সা। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩০ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ অক্টোবর।