ডিএসইর ৫ কোম্পানির শেয়ারে ভর করে সূচকের উত্থান
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনভর সূচকের উঠানামা করলেও দিনশেষে কিছুটা সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর সূচক তেমন না বাড়লেও লেনদেন বেড়েছে। মুলত ৫ কোম্পানির শেয়ারে ভর করে ডিএসইতে সূচকের উত্থান হয়েছে।
কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, বিকন ফার্মা, কোহিনূর কেমিক্যাল ও ইউসিবি ব্যাংক। আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে সাড়ে ১২ পয়েন্ট। বিপরীতে এই ৫ কোম্পানির শেয়ার দাম বাড়াতে সূচক বেড়েছে প্রায় ১৩ পয়েন্ট।
ইসলামী ব্যাংক: ডিএসইর সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রয়েছে এই কোম্পানির শেয়ার। কোম্পানিটির শেয়ার আগেরদিন ক্লোজিং ছিল ৪৩ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৪৪ টাকা ৩০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ৭০ পয়সা। এর মাধ্যমে ডিএসইর সূচক বেড়েছে ৩.৩৩ পয়েন্ট।
খান ব্রাদার্স: আগেরদিন খান ব্রাদার্সের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ১৬৬ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আজ ৯ টাকা ৮০ পয়সা। এর মাধ্যমে ডিএসইর সূচক বেড়েছে ৩.০৮ পয়েন্ট।
বিকন ফার্মা: আগেরদিন বিকন ফার্মার ক্লোজিং দর ছিল ১৩৩ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ১৩৭ টাকায়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আজ ৩ টাকা ২০ পয়সা। এর মাধ্যমে ডিএসইর সূচক বেড়েছে ২.০৪ পয়েন্ট। আজ ডিএসইর সূচক উত্থানে অন্য যে দুই কোম্পানির ভূমিকা ছিল, তারমধ্যে কোহিনুর কেমিক্যালের ১.৯২ পয়েন্ট এবং ইউসিবি ব্যাংকের ১.৯২ পয়েন্ট।