দ্রুত মুনাফার আশায় জাঙ্ক শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, বেড়েছে লেনদেন
শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনভর সূচকের উঠানামা করলেও দিনশেষে কিছুটা সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর সূচক তেমন না বাড়লেও লেনদেন বেড়েছে। এ নিয়ে ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দ্রুত মুনাফার আশায় বিনিয়োগকারীদের ফের জাঙ্ক শেয়ারের দিকে ঝুঁকছে পড়ছেন। মুলত বেশ কিছু জাঙ্ক শেয়ার দর বাড়তে থাকলে বিনিয়োগকারীদের কেনার আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। পাশাপাশি জাঙ্ক শেয়ারে ভর করে পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্টরা।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, পুঁজিবাজারে অস্থিতিশীল অবস্থা এখনো বিরাজ করছে। বিশেষ করে বাজার আজ ভাল তো কাল খারাপ। এ অবস্থায় মধ্যে চলছে বেশ কিছু দিন ধরে। এ অবস্থার মধ্যে ভালো মৌল ভিত্তি শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ না বাড়লে বাজার টিকে থাকা সম্ভব না। তবে অধিকাংশ জাঙ্ক শেয়ার পড়তে পড়তে তলানিতে আসায় এ আগ্রহ বাড়ছে বলে তারা মনে করেন।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, দর কমেছে ১৮১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। ডিএসইতে ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৮ কোটি ২৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪০ পয়েন্টে। সিএসইতে ২১১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২ টির দর বেড়েছে, কমেছে ১০৯ টির এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।