সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের শীর্ষে সোনালী আঁশ লিমিটেড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৯ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বিডির ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ১৮ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৬ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: সী পার্ল হোটেলের ১৫ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, ব্রাক ব্যাংকের ১৪ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা,
ইসলামী ব্যাংকের ১৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১২ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ১২ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।