মনির হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসই-বিএসইসির হঠকারী সিদ্ধান্তে ২৮ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের খবরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক কমেছিল ৯৭ পয়েন্টের বেশি।

এর পর সপ্তাহের প্রথম কার্যদিবসেও আস্থা ও তারল্য সংকটের বাজারে ‘জেড ক্যাটাগরি’ ১৩ কোম্পানির শেয়ারে ক্রেতা সংকট দেখা যায়। মুলত বিএসইসির হঠকারী সিদ্ধান্তে ‘জেড’ ক্যাটাগরি কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া বাজারে টানা দরপতনের ফলে এসব কোম্পানির শেয়ারের দর ফেস ভ্যালুর কাছাকাছি চলে আসছে।

‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ’ এর সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম জানান, পুঁজিবাজার সংক্রান্ত সব প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে বিগত সরকারের সুবিধাভোগীরা। ছাত্র-জনতার সরকারকে বেকায়দায় ফেলতে এবং পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি করতে আগের কমিশনের জেড ক্যাটাগরি সংক্রান্ত উদ্যোগ বাস্তবায়নে অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একাধিক বিনিয়োগকারীরা ক্ষোভের সঙ্গে বলেন, ‘জেড’ ক্যাটাগরি কোম্পানিরগুলোর শেয়ার নিয়ে বিএসইসি বিনিয়োগকারীদের সাথে তামাশা করেছে। কোম্পানিগুলোর শাস্তির কেন বিনিয়োগকারীদের ঘাড়ে এ প্রশ্ন বিনিয়োগকারীদের। নিয়ন্ত্রক সংস্থার কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিনিয়োগকারীদের কেন ব্যবস্থা নিচ্ছে ।

কোম্পানিগুলো হলো : বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, প্যাসিফিক ডেনিমস, জিএসপি ফাইন্যান্স, ফরচুন সুজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, ইন্দোবাংলা ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিবরা ইনফিউশন এবং লিন্ডে বিডি।

বিডি থাই: কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১২ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ১০ টাকা ১০ পয়সায়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১০ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পর শেয়ারটি ক্রেতা শূন্য হয়ে পড়ে।

সেন্ট্রাল ফার্মা: সেন্ট্রাল ফার্মার শেয়ার দর আজ ১ টাকা ২০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে। শেয়ারটির ক্লোজিং দাম আগের দিন ছিল ১২ টাকা ২০ পয়সায়। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ১১ টাকায়। সব শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১১ টাকা। সেন্ট্রাল ফার্মার শেয়ার লেনদেন হওয়ার কিছু সময় পরই ক্রেতা সংকট দেখা দেয়। যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ভিএফএস থ্রেড ডাইং: এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ১০ টাকা ১০ পয়সায়। দিন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১০ টাকা ১০ পয়সায়। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ১১ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে। এই শেয়ারটিও আজ লেনদেন শুরুর কিছু সময় পর ক্রেতা সংকটে পরে। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

আজ অন্য যেসব কোম্পানি ক্রেতা সংকটে পড়ে তাদের মধ্যে প্যাসিফিক ডেনিমসের ৯.৭৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৭৮ শতাংশ, ফরচুন সুজের ৯.৭২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৬৯ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৯.৫৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৪৭ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৯.৪৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৮.৯৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ এবং লিনডেবিডির শেয়ার দর ৬.২৫ শতাংশ কমেছে।