ডিএসইর ৫ কোম্পানির শেয়ার বিক্রির চাপেও সূচকের উত্থান
দেশ প্রতিক্ষণ, ঢাকা: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের উত্থান হলেও ৫ কোম্পানির শেয়ার বিক্রির হিড়িক ছিলো। মুলত ৫ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের কিছুটা হলো বাঁধা ছিলো। কোম্পানিগুলো হলো: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সাউথইস্ট ব্যাংক, এডিএন টেলিকম, এপেক্স ট্যানারি এবং রেনউইক যজ্ঞেশ্বর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৮.৮৩ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে উপরোল্লেখিত ৯ কোম্পানির মাধ্যমে সূচক বেড়েছে ৪৪.৭৮ পয়েন্ট বা ৪৫.৩১ শতাংশ। অর্থাৎ শেয়ারবাজার উত্থানে এই কোম্পানিগুলো অগ্রণী ভূমিকার রেখেছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: আগের দিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৫ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১২২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ২.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ২.০১ পয়েন্ট। শেয়ারবাজারকে পতনে ধরে রাখতে কোম্পানিটি সর্বোচ্চ চেষ্টা করেছে।
সাউথইস্ট ব্যাংক: সাউথইস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৯ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ১.০৯ শতাংশ কমেছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ০.৩৭ পয়েন্ট। বাজারকে পতনে ধরে রাখতে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।
এডিএন টেলিকম: আজ এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর হয় ৯৭ টাকা ৪০ পয়সায়। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৯৯ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ১.৬২ শতাংশ কমেছে। এতে করে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক৯.২৪ পয়েন্ট কমেছে। ফলে এডিএন টেলিকম
আজ বাজারকে পতনে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে। বাজারকে পতনে ধরে রাখতে অন্য যেসব কোম্পানি চেষ্টা করেছে সেগুলোর মধ্যে এপেক্স ট্যানারির ০.২৩ পয়েন্ট এবং রেনউইক যজ্ঞেশ্বরের সূচক ০.১৬ পয়েন্ট কমেছে।