দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির সেপ্টেম্বর’২৪ মাসের বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১১ কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২১ কোম্পানির। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো: এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, এমবি ফার্মা, বিকন ফার্মা, গ্লোবাল হেভিকেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, ম্যারিকো, রেকিট বেনকিজার, রেনেটা, সিলকো ফার্মা এবং স্কয়ার ফার্মা।

এসিআই ফরমুলেশন : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.২৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.৩৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১২.৭০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৬৩ শতাংশে।

একমি ল্যাবরেটরিজ : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩১.৮৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৯৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৮.১২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.০৫ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.১৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১৩ শতাংশে।

এমবি ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.০১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৪.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৭.৭৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৪.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.৯১ শতাংশে।

বিকন ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৮.৭৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৯০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২১.৪০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.২৪ শতাংশে।

গ্লোবাল হেভিকেমিক্যাল : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১১.৫১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.৬৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৯.৮৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৭৩ শতাংশে।

ইন্দোবাংলা ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৭৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৮৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৬.৩১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬.২১ শতাংশে।

ম্যারিকো: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৭৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৮৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২.০৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.০৩ শতাংশে।

রেকিট বেনকিজার : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৪২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.৭২ শতাংশে। একই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২.৭৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.৪৮ শতাংশে।

রেনেটা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৭১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৭৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬.৫৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৭০ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২১.৪১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.২৭ শতাংশে।

সিলকো ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৪৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.২১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৫.৫৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.৮০ শতাংশে।

স্কয়ার ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.১৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.২৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৫.৪৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৪৭ শতাংশে।
আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.৮৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৮১ শতাংশে।