৯ কোম্পানির শেয়ার বিক্রির চাপে রেকর্ড দরপতন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক উধাও হয়েছে ৯৭ পয়েন্ট। তবে অন্তবর্তীকালীন সরকারের আমলে এত বড় সূচকের দরপতনে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। মুলত শীর্ষ কয়েকটি ব্রোকারেজ হাউজ থেকে ৯ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে।
মুলত ৯ কোম্পানর শেয়ার বিুক্রির চাপে সূচক কমেছে ৩১ পয়েন্ট বা মোট সূচকের ৩২ শতাংশ। কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস এবং লিবরা ইনফিউশন।
ব্র্যাক ব্যাংক: আগের কর্মদিবস ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৫.০৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমছে ৯.৮২ পয়েন্ট। কোম্পানিটি শেয়ারবাজারে পতনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
রূপালী ব্যাংক: আগের কর্মদিবস রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমছে ৩.৪২ পয়েন্ট। কোম্পানিটি শেয়ারবাজার পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: আগের কর্মদিবস অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৩ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৬৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৪.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমছে ৩.১৫ পয়েন্ট। কোম্পানিটি শেয়ারবাজারে পতনে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
আজ পুঁজিবাজার পতনে যেসব কোম্পানি বেশি ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে: বিকন ফার্মার ২.৯২ পয়েন্ট, ইসলামী ব্যাংকের ২.৬৫ পয়েন্ট, আইএফআইসি ব্যাংকের ২.৩৮ পয়েন্ট, স্কয়ার ফার্মার ২.১২ পয়েন্ট, বেস্ট হোল্ডিংসের ২.১২ পয়েন্ট এবং লাফার্জহোলসিমের সূচক ২.০৬ পয়েন্ট কমেছে।